• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১২:৪০ পিএম
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাকুল হাসান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরা ইউনিয়নের দণ্ডপাল প্রধান পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজ্জাকুল দণ্ডপাল প্রধান পাড়া গ্রামের মৃত উবির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ক্ষেতে পানি দেওয়ার মোটর অন ছিল। এক সময় মটরটি শর্ট-সার্কিট হয়ে যায়। কাজের ফাঁকে রাজ্জাকুল অসাবধানতাবশত মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
 

Link copied!