• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেওয়ানগঞ্জ পৌরসভায় নুরুন্নবী অপু মেয়র নির্বাচিত


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৯:১৪ পিএম
দেওয়ানগঞ্জ পৌরসভায় নুরুন্নবী অপু মেয়র নির্বাচিত

দেওয়ানগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী (জগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিসেস ফারিন হোসেন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

অন্য প্রার্থীদের মধ্যে শাহনেওয়াজ শাহানশাহ স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকে প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৫২, সাদেক আকতার নিয়াজীর ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট ২ হাজার ৩১২ ও আবুল কালাম আজাদ মোবাইল ফোন নিয়ে ৩৪৮ ভোট পেয়েছেন।

অপরদিকে কাউন্সিলর হিসেবে নুরে আলম সিদ্দিকি জুয়েল, ফরহাদ হোসেন, রকানন মিয়া, আব্দুস সালাম খোকা, বিপ্লব, মাসুদ, আমিনুল, ওয়াসিম মন্ডল ও আব্দুল মান্নান মোল্লা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা কাউন্সিলর হিসেবে শাহিনা আক্তার, আরিফা আক্তার ও রেনু আক্তার নিবাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন। নারী ভোটার ১৫ হাজার ৪৪৭ জন। প্রার্থীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!