• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দুই ট্রাকের সংঘর্ষ, অগ্নিদগ্ধ চালক


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১১:৪৬ এএম
দুই ট্রাকের সংঘর্ষ, অগ্নিদগ্ধ চালক
ছবি: সংবাদ প্রকাশ

টাঙ্গাইলের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ফলে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন এক চালক। পরে অগ্নিদগ্ধ ওই চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ১৩ নম্বর ব্রীজের নিকট এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ওই ট্রাক চালককে উদ্ধার করা হয়। পরে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। আগুনে প্রায় তার শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে 

দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!