আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে নড়াইলে ১০ দফা দাবিতে দলিত ও হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে। পরে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে দলিত সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুণ্ডু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য সচীব বিশ্বাস কুমার, খুলনা বিভাগের সভাপতি সুব্রত দাস, নড়াইলের সভাপতি রবি দাস, সাধারণ সম্পাদক রবেন বিশ্বাস ও জেলা দলিত ও হরিজন সম্প্রদায়ের সভাপতি সুমন কুমার দাস।