ধীরে ধীরে স্বপ্নের শিখরে এগিয়ে চলেছে দর্শনা স্থলবন্দর। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা স্থলবন্দর পরিদর্শন করলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উচ্চপর্যায়ের একটি টিম।
রোববার (১২ জুন) দিনব্যাপী দর্শনা স্থলবন্দর, আন্তর্জাতিক স্টেশন, কাস্টমসসহ দর্শনার বেশ কয়েকটি স্থান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে খুব দ্রুত পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন করা হবে বলে জানান এডিবির টিএ ডেপুটি টিম লিডার ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দীন আহমেদ।
নাসির উদ্দীন আহমেদ আরও বলেন, “এডিবির সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রজেক্টের অর্থায়নে আধুনিক মাল্টি মোডাল পোর্ট হতে যাচ্ছে দর্শনায়।”
এ সময় উপস্থিত ছিলেন এডিবি টিম লিডার জন টমাক, প্রজেক্ট ডিরেক্টর ডেইড লুফটন, এডিবির পরিবেশবিদ ড. কাবিল, স্থপতি রাফিউর রহমান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকৌশলী মো. রুহুল আমীন, দর্শনা কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. শরাফত হোসেন, কাস্টমস সুপার সুভাষীশ কুণ্ড, কাস্টমস সুপার মহসীন হুসাইন, যশোর কাস্টম হাউসের (এআরও) এস কে তরিকুল, দর্শনা কাস্টমসের (এআরও) আবির নাথ, সাংবাদিক রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুণ্ড।