• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দর্শনা বন্দর দিয়ে ১৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৪৮ পিএম
দর্শনা বন্দর দিয়ে ১৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে ৪২টি রেলওয়াগনে ১৩৬৫ মেট্রিকটন পেঁয়াজের চালান ঢুকেছে বন্দরে। 

পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট ফিজা এন্টারপ্রাইজের মোহাম্মদ রায়হান জানান, চাঁপাই নবাবগঞ্জের টাটা ট্রেডার্স ১৩৬৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি টন পেঁয়াজের ইনভয়েস মূল্য ৩৭০ ডলার। 

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, আমদানি  করা পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারক। 
কোরবানির ঈদকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে ভারত থেকে আরো পেঁয়াজ আমদানি হবে বলে জানা গেছে। 

Link copied!