তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:৫৪ পিএম
তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের চল্লিশ সালের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আতিয়ার রহমান (৩৫), মোখলেছুর রহমান (৩০)। আতিয়ার রহমানের বাড়ি একই উপজেলার গজঘণ্টা ইউনিয়নে। মোখলেছুর রহমান কালিরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ জানিয়েছে, ভোরে উপজেলার চল্লিশ সালের চরে নৌকা নিয়ে মাছ ধরতে যান আতিয়ার রহমান, মোখলেছুর রহমানসহ আরও চারজন। এ সময় আকাশে বৃষ্টি না থাকলেও হঠাৎ বজ্রপাতে আতিয়ার ও মোখলেছুর ঘটনাস্থলেই নিহত হন। সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকা চারজনকে স্থানীয়রা উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠায়।

লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানিয়েছেন, খবর শোনার সাথেই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে উদ্ধার করলেও দুজনের দেহ ছিল নিথর। গঙ্গাচড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Link copied!