• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ০৪:৪৫ পিএম
তিন ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

এসময় পৌরশহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন ও করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ টাকা করে ও উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, “পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!