• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তালাবদ্ধ কেবিনে মিলল তরুণীর মরদেহ


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৩:২১ পিএম
তালাবদ্ধ কেবিনে মিলল তরুণীর মরদেহ

ঢাকার সদরঘাট লঞ্চঘাট থেকে ছেড়ে আসা কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

শারমিন আক্তারের বাড়ি ঢাকার তেজগাঁও কুনিপাড়ায়। তার বাবার নাম এনায়েত হোসেন ফকির।

লঞ্চের লস্কর ও ঘাট ম্যানেজার মো. সোহাগ বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শারমিনকে নিয়ে এক যুবক লঞ্চে উঠে কেবিনটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়। এরপর থেকে তারা আর রুম থেকে বের হয়নি। রাত ৯টায় লঞ্চ ঢাকা ঘাট ছাড়ার পর রাত সাড়ে ১০টায় ওই কক্ষ থেকে ভাড়া নিয়ে আসি। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে যাত্রীকে তুলে দেওয়ার জন্য লঞ্চ স্টাফরা কেবিনে গিয়ে কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। পরে নিজস্ব চাবি দিয়ে কেবিন খুলে মরদেহের সন্ধান পায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে আসল রহস্য বের হয়ে আসবে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সেটি নিশ্চিত নই। নিহত নারীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সিআইডি ও পিবিআইবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ইনভেস্টিগেশন বরিশালের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, ফিঙ্গার প্রিন্টে নিহত তরুণীর নাম ও পরিচয় পাওয়া গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি। পুলিশের ধারণা তাকে হত্যা করে মরদেহ কেবিনে রেখে ওই যুবক পালিয়েছে।

Link copied!