• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

তরুণের গলাকাটা লাশ উদ্ধার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৭:৪২ পিএম
তরুণের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে অনুমানিক ২০/২১ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে বেলা দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বেলা দেড়টার দিকে সাকেরপেকেরখাল গ্রামের পাশের হাওর থেকে অজ্ঞাতনামা ওই তরুণের লাশ ভেসে গ্রামের খালের দিকে আসে। লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

Link copied!