ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৪:৫১ পিএম
ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিম বলেন, কমিউটার ট্রেনটি বেলা পৌনে ১২টার দিকে ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেনটি থেমে যায়।

ওই ঘটনার পর উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধার করতে ঢাকা থেকে কর্মী পাঠানো হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Link copied!