ডোবা থেকে নারীর লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:৪৪ পিএম
ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ডোবা থেকে সায়েরা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রেজ্জাক মিয়ার স্ত্রী সায়েরা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ওসি জানান, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Link copied!