• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখা চালু


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৮:১৪ পিএম
ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখা চালু

কিশোরগঞ্জে ভৈরব পৌরসভার ফেরীঘাট মিনাবাজার এলাকায় ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে আউটলেটের ৮টি শাখা চালু করা হয়েছে।

শাখাটির উদ্বোধন করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু ও কিশোরগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলাইমান।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় ফিতা কেটে ডাচবাংলার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, “ব্যাংকিং খাতের অগ্রগতি বর্তমান সরকার ডিজিটালাইজড করেছে। এর সুফল প্রান্তিক জনগণ সুবিধা পেতে শুরু করেছেন। বিশেষ করে ডিজিটালাইজড ব্যাংকিং খাতের প্রভাবে বর্তমানে ব্যাংকের কাজ অনেক সহজ হয়ে গেছে।”

ভৈরব ফেরীঘাট ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবার মেসার্স সাদ্দাম এন্টারপ্রাইজ এর পরিচালক মো. সাদ্দাম হোসাইন বলেন, “এজেন্ট ব্যাংকিংয়ের সব প্রকার সেবা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সকাল ৯ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে আমাদের এই নতুন আউটলেট শাখাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সিনিয়র সেলস ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ভৈরব পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, ভৈরব ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক ও পৌর যুবলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রভাষক বাবুল মিয়া, পৌর ১০নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবলীগের সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর, কাউন্সিলর হাজী মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মৌসুনা রহমান বেলা, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম রিপন প্রমুখ।

Link copied!