• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৩:২১ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

বুধবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!