• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৪:৫৬ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ফেনীর দাগনভূঁঞায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে উপজেলার অভিরামপুর থেকে তাদের আটক করা হয়।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার অভিরামপুর-উপজেলা ভূমি অফিস সড়কের হিন্দু বাড়ীর সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে আটক করা হয়েছে। এসময় ২টি মোটরসাইকেল, ২টি ছোরা ও ১টি লোহার রড জব্দ করা হয়।  

আটককৃতরা হচ্ছেন- নোয়াখালীর কবিরহাট উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. শামীম হোসেন (২১), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামের কবির হোসেনের ছেলে আরমান হোসেন হৃদয় (২২) এবং সেনবাগ উপজেলার ভুইয়ার দীঘি গ্রামের আবদুল হকের ছেলে রাকিব হোসেন (২০)।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, অস্ত্রসহ আটককৃতরা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!