• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের টিকিট কালোবাজারি আটক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৫:৫৫ পিএম
ট্রেনের টিকিট কালোবাজারি আটক

সিলেট রেলস্টেশনে কালোবাজারে টিকেট বিক্রির সময় এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আটক দালালের নাম কবির আহমদ। তিনি সিলেট রেলওয়ে স্টেশনের ইজারাকৃত কবির এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশনের কবির এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে দুপুরে অবৈধভাবে রেলের টিকেট কালোবাজারি করে বিক্রির সময় ওই প্রতিষ্ঠানের মালিক কবির আহমদকে হাতেনাতে আটক করেন স্টেশন মাস্টার আ ব ম রাসেল। পরে তিনি তাকে সিলেট রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম জানান, রেলওয়ে কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে প্রচলিত আইনে কবির আহমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!