• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৫:২০ পিএম
ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিরাজুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় সান্তাহার ছাতনী ঢেকরা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিরাজুল ইসলাম পাবনার বেড়া উপজেলার খাকছারা গ্রামের মতিবর রহমানের ছেলে এবং গ্রামীণ ব্যাংক নওগাঁ সদর শাখার প্রোগ্রাম অফিসার ছিলেন।

জানা যায়, নিহত মিরাজুল এদিন সকালে অফিসের কাজে যাচ্ছিলেন। ছাতনী ঢেকরা মোড় নামক স্থানে পৌঁছালে পাথরবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০ টায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন।

আদমদীঘি থানার এসআই কাওছার জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তারা ঘটনার পর পালিয়ে গেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!