• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:৩৪ পিএম
ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমদাদুল হোসেন (৩৮) ও নার্গিস আক্তার (৩৫) নামের দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলি পাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি সস্ত্রীক ঢাকার কোনাবাড়ী থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে ময়মনসিংহের নান্দাইল যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!