• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাকের ধাক্কায় শ্রমিক দম্পতি নিহত


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১১:৩৩ এএম
ট্রাকের ধাক্কায় শ্রমিক দম্পতি নিহত

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক দম্পতি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে ইপিজেড সংলগ্ন নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়।

স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কারখানায় যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, শ্রমিক দম্পতির লাশ থানায় নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!