• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কায় আ. লীগ নেতার মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:২১ এএম
ট্রাকের ধাক্কায় আ. লীগ নেতার মৃত্যু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সৈয়দ গোলাম সরোয়ার জাহান আকা (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে জামালপুর পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সরোয়ার পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন জানান, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোড দিয়ে বিকেলে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে জামালপুর পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!