• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৯:২৮ এএম
ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।  

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, ভোরে অটোরিকশায় করে বাড়ি থেকে ইটভাটায় যাওয়ার সময় এই  দুর্ঘটনা ঘটে। অটোটি বৈশামুড়া এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন অন্তত ২ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!