নারায়ণগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের পর চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহতরা হলেন সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।