• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ট্রাকচাপায় দুইজনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১০:৩০ এএম
ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাউসার আলম (৩৫) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!