• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:৫১ পিএম
ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকচাপায় গোবিন্দ রায় (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ রায় (৬৫) উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। 

এ ঘটনায় ট্রাক চালক আমিরুল গাজীকে আটক করেছে পুলিশ। আমিরুল সদর উপজেলার পারকুখরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ভাই সঞ্জয় রায় জানান, উপজেলার কাদাকাটি সড়কের হলদে পোতা ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন তার ভাই গোবিন্দ রায়। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।  স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ এর চালক আমিরুলকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!