• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রলিচাপায় স্কুল ছাত্র নিহত 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৭:৫৮ পিএম
ট্রলিচাপায় স্কুল ছাত্র নিহত 

ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় ট্রলির নিচে চাপা পড়ে রিমন শেখ ওরফে ফুরকান (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। 

বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন উপজেলার পানাইল মধ্যপাড়া এলাকার রুকু শেখের ছেলে। সে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন

এসআই আবু শহিদ বলেন, “আজ (বুধবার) সকাল ১০ টার দিকে উপজেলার চর কাতলাসুরে এ দুর্ঘটনা ঘটে।” 

এলাকাবাসী জানায়, রিমন পড়ালেখার পাশাপাশি ভাড়ায় ট্রলি চালিয়ে পরিবারের খরচ চালাতো। এদিকে ট্রলির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে হঠাৎ বগির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন,“ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”


 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!