কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার আলীখালী ১৪ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন লেদা রেজিস্টার ক্যাম্পের মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল আমিন ও মো. আমিনের ছেলে মো. আয়াছ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তারিকুল ইসলাম বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের আরও পাঁচ সহযোগীর নাম বলেছে তারা। আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”