নড়াইলের লোহাগড়ায় আগে টিকা নিতে গিয়ে লস্কার তমিজউদ্দিন (৩৮) নামে এক যুবককে হাতুড়ি পেটা করেছেন কয়েকজন। গণটিকাদানের আওতায় প্রথম ডোজ টিকা নিতে গিয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে ওই ঘটনা ঘটে।
আহত তমিজউদ্দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তিনি মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিন লস্কারের ছেলে এবং পেশায় দলিল লেখক।
তমিজউদ্দিনের অভিযোগ, তিনি টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন। তার সামনে ছিল মল্লিকপুরের মাসুম ঠাকুর। টিকাকার্ডটি জমা দিতে আগে যেতে চাইলে বাধা দেয় মাসুম, এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় মাসুম ফোন করে কিছু লোক ডেকে আনেন। তমিজের টিকা গ্রহণের পরপরই কেন্দ্রের রুমের মধ্যেই মাসুমসহ আরও কয়েক তাকে প্রথমে কিল-ঘুষি পরে হাতুড়ি দিয়ে পেটান করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত শরীফ সাহাবুর রহমান টিকাকেন্দ্রে মারামারির ঘটনা স্বীকার করে বলেন, “আহত তমিজউদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে।”
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, “এ ধরনের ঘটনার কথা শুনে টিকাকেন্দ্রে পুলিশ পাঠিয়েছি।”