• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টিকা নিতে এসে আহত ২ শিক্ষার্থী


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:৫৯ পিএম
টিকা নিতে এসে আহত ২ শিক্ষার্থী

কিশোরগঞ্জে কুলিয়ারচরে করোনাভাইরাসের টিকা নিতে এসে ছাত্র-ছাত্রীদের ধাক্কাধাক্কি ও প্রবেশ রুখতে, গেট বন্ধ করার সময় তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুলিয়ারচর উপজেলা হল রুমের সামনে এ ঘটনা ঘটে।

এদিন কুলিয়ারচর উপজেলার বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর ডিসি উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা টিকা নিতে সকাল থেকে কুলিয়ারচর উপজেলা হল রুমের সামনে টিকা নিতে ভিড় করে।

এ সময় শিক্ষার্থীদের গাদাগাদি ও ধাক্কাধাক্কি করে হলে রুমে প্রবেশ ঠেকাতে কেসিগেট বন্ধ ও খোলার সময় দুই শিক্ষার্থী হাতের আঙুল গেটের চিপায় পড়ে গুরুতর আঘাত পায়। অন্য এক শিক্ষার্থী পায়ে আঘাত পায়।

এদিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা দেওয়ার কথা থাকলেও, স্বাস্থ্যবিধিরও দেখা মেলেনি।

গুরুতর আহতরা হলেন- রিফাত ও হৃদয়। তারা উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৯ম শ্রেণির ছাত্র। অপরজন হলেন ওবায়দুর রহমান। এদের মধ্যে রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুইজন ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা নেয়।

একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “আমার প্রতিটি স্কুলে আলাদা আলাদা সময়ে আসতে বলেছি কিন্তু সকলে একসঙ্গে চলে আসায় সমস্যাটা সৃষ্টি হয়েছে।”

এই বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু বলেন, “আহত হওয়ার ঘটনা আমি শুনিনি। আমাকে এই বিষয়টি কেউ এখনও কেউ জানায়নি।” 

Link copied!