• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টানা ৬ বার কাউন্সিলর নির্বাচিত কোহিনূর!


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:০৯ পিএম
টানা ৬ বার কাউন্সিলর নির্বাচিত কোহিনূর!

১৬৯ বছরের ঐতিহ্যবাহী নাটোর পৌরসভার ইতিহাসে একটানা ৬বার কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন নারী কাউন্সিলর কোহিনূর বেগম পান্না। 

১৯৯০ সাল থেকে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে অপরাজিত রয়েছেন কোহিনূর বেগম পান্না। কাউন্সিলার হিসেবে তার জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি কোনও কিছুই। এবার ষষ্ঠ বারের মতো তিনি একই ওয়ার্ড থেকে লড়াই করে জয় পেয়েছেন।

স্থানীয়রা জানান, একটানা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরও কোহিনূর বেগম পান্নার গ্রহণযোগ্যতা একটুও কমেনি।

জয়ের পরেই কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর পান্না বলেন, ‘এটা কর্মীদের জয়। আমার সঙ্গে এখানকার মানুষদের আত্মার সম্পর্ক। উন্নয়ন নিয়ে মানুষের বক্তব্য শুনি। জানার চেষ্টা করি। সেই মতো কাজ করি।’

Link copied!