জোয়ারের পানিতে তলিয়ে গেছে লোকালয়


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১২:০৮ পিএম
জোয়ারের পানিতে তলিয়ে গেছে লোকালয়

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় তিন দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের ও সড়ক জোয়ারের পানিতে ডুবে গেছে। ভেসে গেছে কয়েক হাজার মৎস্যঘেরের মাছ। নষ্ট হয়েছে চাষিদের সবজিক্ষেত। অনেকের বাড়ি ঘরেও পানি উঠে গেছে।

তিন দিনের টানা বৃষ্টিপাত হয়। এর কারণে উপজেলার বরুমচড়ার গুচ্ছগ্রাম, চাতরী, কৈনপুরা, ডুমুরিয়া, দক্ষিণ বারখাইন, তৈলারদ্বীপ জেলেপাড়া, বেলছুড়াসহ বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

টানা বর্ষণের কারণে সাগর ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে  কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে উপকূলে পানি ঢুকেছে। পানিতে বসতঘর, সড়ক ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বসতঘরে পানি প্রবেশ করায় রান্না করে খাবার খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। তাই অনাহারে দিন পার করছেন অনেকে। অনেককে নৌকা দিয়েও চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “পানিতে মাছ তো আগেই গেছে। এখন বিভিন্ন সবজি গাছও মরে যাচ্ছে। টানা বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে শিকড় পচে গেছে। এখন রোদ উঠলেই মারা যাবে গাছগুলো।”

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, টানা বৃষ্টি এবং জোয়ারের পানি একসঙ্গে হওয়ার কারণে ভোগান্তি বেড়েছে। এতে কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্যের ব্যবস্থা করা হবে।

Link copied!