• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টানা বর্ষণে বাড়ছে ফসলের ক্ষতি


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৩:২৯ পিএম
টানা বর্ষণে বাড়ছে ফসলের ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সাতক্ষীরায় দুই দিন টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দমকা হওয়া ও মুষলধারে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বিরাজ করেছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে। যার ফলে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে অস্থায়ী ঝড়ো হওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা উপকূল সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাতক্ষীরায় জেলা ২৪ ঘণ্টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি আজ সারাদিন চলতে পারে এবং আগামী কাল অবস্থার উন্নতি হতে পারে বলে তিনি জানান।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলাসহ জেলার অধিকাংশ জায়গায় ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর উপজেলার বাবুলিয়, বকচারা, লাবসাসহ অনেক স্থানে কেটে রাখা ধান পানিতে ডুবে আছে। 

এ বিষয়ে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই।

Link copied!