• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ১০:৩৬ এএম
ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় গার্মেন্টসের জুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

ফরিদ উদ্দিন জানান, ভোর ৬টার দিকে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিল। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট নেভাতে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!