• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১০:২৭ এএম
জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে কেইন কেরিয়ার প্রাঙ্গণে আখ মাড়াই শুরু হয়।

এই মৌসুমে ৩০ হাজার হেক্টর জমিতে আখ চাষ করে ২৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জিল বাংলা সুগার মিলের ৬৪তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিপ অব পার্সোনেল রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির, জিবাসুমি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুর রহমান, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লাসহ মিলের আখ চাষি, শ্রমিক ও সাংবাদিক।

এ বছর ৩৩টি কেন্দ্রে থেকে আখ ক্রয়ের মাধ্যমে ৩০ দিন মিলের উৎপাদন করার কথা রয়েছে। সারাদেশে ১৫টি মিলের মধ্যে বর্তমানে ৬টি স্থগিত রয়েছে। আর চালু রয়েছে মাত্র ৯টি সুগার মিল। চালু থাকা মিলের মধ্যে জিল বাংলা সুগার মিল অন্যতম। ৭৯ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এ বছর আখ মাড়াইয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!