• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:৫৪ পিএম
জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুনসুর মুন্সী (আনারস) ও নিরু খলিফা (চশমা) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের রবি শেখ (৩৫), সরোয়ার শেখ (৪০) ও উচমান হাওলাদারসহ (৪০) কমপক্ষে সাতজন আহত হন। এ সময় এক ঘণ্টা ওই এলাকার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আপাতত পরিবেশ শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই কেন্দ্র আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।
 

Link copied!