ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার দিঘলকান্দা গ্রামের লাভলু মোল্যার ছেলে হাফিজুল মোল্যা (২৪) ও একই গ্রামের শান্তি মোল্যার ছেলে ওহিদুল মোল্যা (৩০)।
দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরীফ মো. ইসা জানান, ওই দুই যুবক ভোট কেন্দ্রে জাল ভোট দিতে আসলে বুথ থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, “এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।”