• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:৩১ পিএম
জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

জাবিতে ১৬০ জনের মতো কর্মচারী আছে যারা দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করে, দৈনিক মজুরি হচ্ছে ৩৩০ টাকা, ছুটির দিন কিংবা একদিন কাজে না গেলে এই টাকাও জুটে না ভাগ্যে। 

৮০ বছর বয়সী মোহাম্মদ কাবিল খান নামক কর্মচারী বলেন, “গত ১৫ বছর ধরে চাকরি করছি এখানে, ৩৩০ টাকা দৈনিক মজুরিতে কাজ করি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানো কঠিন, আমরা কোনো ধরনের ভাতা সেবার আওতায় না থাকায় অবসরে যেতে পারছি না।”

রকিবুল ইসলাম নামের আরেক কর্মচারী বলেন, “আমাদের সহকর্মী কালাম নতুন কলা ভবনে নয় বছর কাজ করেন, সে মারা যাওয়ার পর প্রশাসন আশ্বাস দিয়েছিল কালামের পরিবারের কাউকে চাকরি দিবে, কিন্তু এখনো ওর পরিবারের কেউ চাকরি পায়নি।”

ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান নাইম বলেন, “বছরের পর বছর ধরে অস্থায়ীভাবে এই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প বেতনে শ্রম দিয়ে আসছেন। এখন আবার বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সময়ে বেশি বেতন পাওয়া মানুষেরই সংসার চলছে না। এমন পরিস্থিতে এই মানুষগুলো প্রতিদিনের ভিত্তিতে যে বেতন পায় তা দিয়ে সংসার চালানো অসম্ভব। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের।”

ছাত্র ফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “আমরা তাদের দাবির সঙ্গে একমত জানাই। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে চাকরি স্থায়ী করবে।”
 

Link copied!