• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০২:৫৭ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আক্কাস আলী ফকির (৭০) নামের এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মতিউর রহমান (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৯টার দিকে আক্কাস আলী ফকিরের বসত ভিটার জমিতে রোপণ করা সুপারি গাছ প্রতিপক্ষ মতিউর রহমান কেটে নেওয়ার সময় দুই পক্ষের মারামারিতে আক্কাস আলী ফকির মারা যান। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। 

ওসি রেজাউল ইসলাম আরো জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!