• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছড়া থেকে মৃত হাতিশাবক উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৩:২২ পিএম
ছড়া থেকে মৃত হাতিশাবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি ছড়া থেকে বন্য হাতির মৃত শাবক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।

শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাবকটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের টেকনাফ সদর বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

বন বিভাগ সূত্র জানায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড় এলাকা। এখান দিয়ে বন্য হাতি চলাচল করে। এখানে অবস্থিত ছড়ায় পানি পান করতে আসে হাতির দল। পানি পান করতে এসে ছড়ায় পড়ে শাবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

জানা যায়, রোহিঙ্গাদের ব্যবহারের পানির জন্য ওই এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাহাড়ের ছড়ার পানি সংরক্ষণ করার জন্য বাঁধ দেয়। এছাড়া হাতি চলাচলের পথ বন্ধ করে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। ওই সময় বন বিভাগ বাধা দিলেও কাজ হয়নি।

Link copied!