• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৬:৪১ পিএম
ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৬) নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জয় ত্রিপুরা সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক। তার বাসা শহরের দেবাশীষ নগর এলাকায়। তিনি ওই এলাকার প্রয়াত খোকনমনি ত্রিপুরার ছেলে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামালউদ্দিন জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমিরউদ্দিন মঙ্গলবার (১৫ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জমিরউদ্দিনকে চট্টগ্রামে রেফার করলে তাকে সেখানে নেওয়া হয়। সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় তাকে দেখতে হাসপাতালে যান। বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় জয়কে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর বলেন, “আগামীকাল দোষীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই দোষীদের আইনের আওতায় আনতে পারবে।”

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, “খবর পেয়েই রাতেই আমরা সেখানে যাই। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে আছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে- এখনো প্রাথমিকভাবে কেউ-ই বলতে পারছে না। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।”

Link copied!