• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ছুটি চাওয়ায় নারী শিক্ষককে জুতাপেটা


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৮:৫১ পিএম
ছুটি চাওয়ায় নারী শিক্ষককে জুতাপেটা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক শিক্ষক (নাসিমা খাতুন) ছুটি চাওয়ায় জুতাপেটা ও চুল ধরে মাটিতে ফেলে মারধরের অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে। 

শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহকারী শিক্ষক নাসিমা খাতুন ছুটি চাইতে প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের কাছে যান। প্রধান শিক্ষক তাকে দুপুর ১টা পর্যন্ত স্কুলে থাকতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ওই নারী শিক্ষককে গালিগালাজ করেন এবং জুতা খুলে ছুড়ে মারেন। এরপর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার চুল ধরে মাটিতে ফেলে মারধর করেন। 

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলসহ শিক্ষক নেতৃবৃন্দ ওই বিদ্যালয়ে যান। 

নাসিমা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি  কিছু বলতে চাই না। এই প্রধান শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ এসেছিলেন। তারা বিষয়টি দেখে গেছেন। যা করার অফিসিয়ালি করব।”

অভিযুক্ত শিক্ষক একেএম মাহবুবুর রহমানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, “কিছুদিন আগে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হন। তারপর থেকেই মাঝে মাঝে এ ধরণের আচরণ করেন।”

বাংলাদেশ শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। বিষয়টি নিজেদের মধ্যে আপস করে নিতে বলেছি।”

বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল হক জানান, তার কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!