• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগের ৪ নেতাকর্মী ছুরিকাহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৬:২৪ পিএম
ছাত্রলীগের ৪ নেতাকর্মী ছুরিকাহত

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের একাংশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে ইলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই ফজলে ইলাহী জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টায় কলেজ ক্যাম্পাসের পেছেন জহুরুল নগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম শুভসহ চার কর্মী ছুরিকাহত হয়েছেন।

জানা যায়, কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুল নগর মদিনা মসজিদ এলাকায় ছাত্রলীগ নেতা শুভর তিনজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় স্থানীয় কিছু যুবক দুটি মোটরসাইকেল করে রাস্তা পার হওয়ার জন্য জায়গা ছেড়ে দিতে বলেন। এ নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ওই যুবকরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে আসেন।

অপরদিকে ছাত্রলীগ নেতা শুভ তার ১০ থেকে ১৫ জন অনুসারী নিয়ে সেখানে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শুভসহ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ কর্মী আকাশ, হদয় ও আমির ছুরিকাহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ সভাপতি বুলবুল হোসেন জানান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। 

এসআই ফজলে ইলাহী বলেন, “খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম তবে জড়িত কাউকে পায়নি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”