• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ছাত্রলীগের অবরোধ ও বিক্ষোভ মিছিল


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:৫৪ পিএম
ছাত্রলীগের অবরোধ ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের নীমতলা এলাকায় ছাত্রলীগের ৩ শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহণ করে। এ সময় নিমতলা থেকে কুচিয়া মোড়া পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের দল ঘটনাস্থলে এসে ছাত্রলীগের নেতাদের কাছে অনুরোধ করলে, তারা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে রাস্তা অবরোধ ছেড়ে দেয়।

ছাত্রলীগের আগের কমিটির সভাপতি সৈকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু জানান, আগামী রোববারের মধ্যে এ কমিটি বাতিল না করলে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি দিবে। তারা আরও জানায় জেলা কমিটি ১৫ ডিসেম্বর রাতে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে সঙ্গে সঙ্গে নতুন কমিটি দিয়েছে। তাদের কোনো কিছু জানায়নি। যাদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বানিয়েছে তারা অছাত্র, তারা আন্ডার মেট্রিক। মাদক সেবনকারি ও ইভটিজিং মামলায় জেল খেটেছে। কেদ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দের প্রতি তারা দাবি জানান মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ অন্যায় ও বেআইনি ভাবে রাতের অন্ধকারে কোন স্বার্থ হাসিল করে তারা একাজ করেছে। তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিতে হবে।

এ বিষয় তারা প্রধানমন্ত্রীর ও দৃষ্টি আকর্ষণ করেছেন। বিক্ষোভ মিছিল ও অবরোধে উপজেলা ও বিভিন্ম ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Link copied!