• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:৩৬ পিএম
ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও ধাক্কাধাক্কি হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করা হয়।

জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন নেতৃত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ দফায় দফায় বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক পুলিশ মিছিলটি মূল সড়কে উঠার আগে আটকে দিলে সেখানে সমাবেশ করে।

সমাবেশে নিজাম উদ্দিন রিপন বলেন, “স্বৈরশাসকের পতন না হলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা হবে না। তাই সবার আগে প্রয়োজন আওয়ামী লীগ সরকারের পতন।”

জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম আনিকে সঞ্চালনায় আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাত হোসেন বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানাসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেলসহ বিভিন্ন উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতারা। 
 

Link copied!