নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে আছিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী আছিয়া খাতুন চণ্ডীগড় গ্রামের বন্দে আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাগল বাড়ি না আসায় আছিয়া খাতুন খুঁজতে বের হন। একপর্যায়ে এলাকার বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন আছিয়া খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।