সম্প্রতি দিনমজুর এক দম্পতির বাড়িতে পালিত একটি ছাগল দুটি বাচ্চার জন্ম দেয়। আর এই ছাগলের বাচ্চা দুটিকে খৎনা দেন এই দম্পতি।
এ সময় রঙিন কাপড়ে সাজানো হয় ছাগলের বাচ্চা দুটিকে। ছাগলের বাচ্চার এই খৎনা উপলক্ষে প্রায় ৩০০ মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে।
আলোচিত এ দম্পতি হলেন- দিনমজুর ওহাব ও লাইলী বেগম।
জেলার কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে দিনমজুর ওহাবের বাড়িতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে প্রায় ৩০০ স্বজন ও প্রতিবেশী দুপুরের খাবারে অংশ নেয়।
এদিকে ব্যতিক্রমী আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দুটি দেখতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওহাব ও লাইলী বেগম ২৫ বছর আগে বিয়ে করেন। কিন্তু এতদিনেও তাদের ঘরে কোনো সন্তান জন্ম গ্রহণ করেনি। তবে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দুটির খৎনার আয়োজন করে তারা। এজন্য গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩০০ মানুষকে খাইয়েছে তারা।
এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, “২৫ বছরেও বিবাহিত জীবনে ঘরে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চার জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।”