সপ্তমধাপের ইউপি নির্বাচন শুরু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোট গ্রহণের আগের রাতে (৬ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের নূরুজ্জামান ভূইয়া মুকুল নামের এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়। এতে ওই ইউনিয়নের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, নূরুজ্জামান মুকুল উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
রোববার রাত সাড়ে ৮টায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন নূরুজ্জামান মুকুল। এসময় উপস্থিত লোকজন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাব হোসেন জানান, নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গ্রহণের পূর্ব মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু ঘটায় ভানী ইউনিয়নের সকল পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।