চুয়াডাঙ্গায় ভুয়া ডিআইজি আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ১২:১৯ পিএম
চুয়াডাঙ্গায় ভুয়া ডিআইজি আটক

নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উজ্জ্বল নামের এক ব্যক্তিকে সহযোগীসহ আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। 

আটক উজ্জ্বল (৩০) উপজেলার ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার হাসেম আলীর ছেলে। তার সহযোগী কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)। 

জানা গেছে, উজ্জ্বল আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুলের কাছে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে ফোন দেন। এরপর মফিদুলের ভাতিজা পুলিশের চাকরিপ্রত্যাশী নাফিজকে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা দাবি করে। মহিদুল ইসলাম বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ৫০০ টাকা পাঠান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মহিদুল আলমডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে উজ্জ্বল, মামুন ও আব্দুল লতিফসহ দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ভুয়া ডিআইজি ও তার সহযোগীদের ধরতে থানার পরিদর্শক অপারেশন শেখ মাহাবুবুর রহমান ও এসআই আব্দুল গাফফার ফোর্স নিয়ে ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। এরপর কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফকে আটক করে আলমডাঙ্গা থানায় আনা হয়। 

সংশ্লিষ্ট মামলায় দুজনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ওসি আলমগীর।

Link copied!