চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট স্থগিত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:২০ পিএম
চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট স্থগিত

আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গায় ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।

সভায় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবির আলোকে সিদ্ধান্ত হয় সড়কে চলাচলরত অবৈধ যান নসিমন, করিমন, আলমসাধু যাত্রী বহন করতে পারবে না। ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে।

চুয়াডাঙ্গার আঞ্চলিক ৫টি সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এছাড়া গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়। সেখান থেকেই আগামী ৯ সেপ্টেম্বর থেকে জেলায় বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলী রেজা সজল, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দীন খাঁন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার টোকন, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Link copied!