• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারে হামলা, আহত ১৪


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:৩৭ পিএম
চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারে হামলা, আহত ১৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আশিকুজ্জামান ওল্টুর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার হারদী গ্রামের বটতলার মোড়ে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আশিকুজ্জামান ওল্টুর ১৪ জন সমর্থক আহত হন বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী আশিকুজ্জামান অভিযোগ করেন, “হারদী কৃষি ক্লাবে আমার কর্মী-সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করেছিলাম। সন্ধ্যার পর আমার সমর্থকেরা বর্তমান চেয়ারম্যান ও এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে হামলার শিকার হন। হামলাকারীরা আমার ১৪ জন কর্মী-সমর্থকদের আহত করেছে। এছাড়া ৩০টি আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানও ভাঙচুর করেছে। ঘটনা জানার পরেই আমি আলমডাঙ্গা থানায় এ বিষয়ে অভিযোগ করেছি।”

আহতরা হলেন তোফাজ্জেল আলী (৭০), মাসুম (৩৫) আনছার আলী (৫০), আশরাফুল হোসেন (২৫), বেলে (৩০), শাহাবুল হোসেন (৩২), মেগা (৩৫), ইকবাল হোসেন (৩০), মণ্টু মিয়া (৪০), বাপ্পি (২০), আরিফ (৩৫), শুকুর মন্ডল (৬৫), আব্দুল কুদ্দুস (৫০) ও সুমন (২২)। 

ভাঙচুর ও হামলার বিষয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জানান, “সন্ধ্যার পরে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল এবং আলমসাধু নিয়ে নির্বাচনী বিধি ভেঙে শোডাউন করেছে। তবে আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যে হামলা বা ভাঙচুরের অভিযোগ করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে এ ঘটনা ঘটাতে পারে।”

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!