• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১২:৩৭ পিএম
চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় তামিম আহমেদ স্বপন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১২ মার্চ) র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

আশিক উজ্জামান জানান, মধ্যরাতে অভিযান চালিয়ে তামিম আহমেদ স্বপনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তামিম উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে। 

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকার স্কুলশিক্ষার্থী দুটি চিরকুট লিখে তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। চিরকুটে তামিম আহমেদ স্বপনকে দায়ী করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করা হয়। 

আত্মহত্যার আগে চিরকুট ওই স্কুলছাত্রী লিখেছে, “মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ শপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতাছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।” 

আরেকটি চিরকুটে সে লিখেছে, “মা-বাবা ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকে সারা দিন এক রুমে কাটাইছে। ও আমাকে খুব ডিস্টার্ব করত। ও আমারে বলছে, ওর সাথে দেখা করলে ও আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করছে, বলার মতো না। বাবা-মা তোমরা ভালো থেকো। আর ছেলেটির নাম, তামিম আহমেদ শপন খান। ইতি তোমার আদরের আশামনি।” 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশামণি স্কুলে আসা-যাওয়ার পথে স্বপন ও তার সঙ্গীরা উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার (১০ মার্চ) স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে একটি বাড়িতে ধর্ষণ করে স্বপন। ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে স্বপনের সঙ্গীরা। ঘটনা বাড়িতে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের হুমকি দেওয়া হয়। পরে ওই দিন রাতেই আত্মহত্যা করে আশামণি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!